Friday, April 10, 2015

অয়ন ঘোষ

প্রণিধান..!


হলো
লুণ্ঠিত
বারবার।
প্রেমিকা নাকি
ইজ্জত খোঁজে না?
অভিকর্ষর টানে
শরীর নীচে,ওপরে....
বিন্ধ পর্বতের চূড়ার
থেকে গড়িয়ে আসলো ঘাম।
এপার থেকে উঠলো পতাকা
দেবচরিত্রের মুখোশের মতো।
তার ওপারে কবিতার রোগা মাথা
ধবলীর মতো তৃনভোজী সেজে বলে,
বঙ্গললনা, উত্তর কই ? থিতিয়ে গ্যাছে ?



আগুন নেমে আসুক...

স্বপ্নের রঙ বাদামি চিরকাল
ফিকে অর্থাৎ, দুমড়ে মুচড়ে যাওয়া
সাধারণ মানে স্বল্পমেয়াদি যত
জীবন-যাপন বরাবরই ভাত,ডাল।

উষ্ণ রোদের তবুও পন্থা আছে
যুবতী মেয়ের গোলাপী গোলাপী আভা
লজ্জা ভাঙ্গিয়ে জাপটে ধরি বিকেল
সন্ধ্যে নামলে শেষ বলে চলে যাওয়া।

মাঝবয়সী যুবকের গোঁফ,দাঁড়ি
প্রশ্ন করে পকেটের প্রিয় ক্ষত
আকাশের দিকে তাকিয়ে উত্তর খুঁজে
প্রেমে পড়ে যাই প্রথম দিনের মতো।

বৃষ্টি যদি প্রেমের শরীক হয়
গদগদ প্রেম আকাশে,বাতাসে ভাসুক
বৃষ্টির পর লেলিহান শিখা জ্বালিয়ে
আমার জন্যে আগুন নেমে আসুক।

No comments:

Post a Comment