Thursday, April 9, 2015

অভি মৈত্র



দেবী

কিছু নাগরিক মেঘ
এখনো খুঁজছে তোমার বাড়ির পথ
ত্রিসীমানায় যার থমকেছে সময়,

হঠাত্‍ মধ্যরাত
খুলে গেলে পাতালের প্রাচীন গহ্বর
সন্তর্পণের মিশমিশে ছায়ায় কখন উঁকি রেখে যায়
স্বর্গ-মর্ত্য-পাতাল যোগাযোগ রক্ষাকারী বটবৃক্ষের অভিজ্ঞান,
কেউ জানে কী !!

আরো দূরে মেলা ভাঙার মাঠ
বাউলদের সম্মিলিত গান-
বোধহয় গাইছে "ঘরে ফেরার গান"
শ্বশানেও কি যেন উত্‍সব-
আসছে লাশের পর লাশ
চুল্লির প্রবল দহন,

প্রাত্যহিক অনুসন্ধানে শরীরপ্রিয়
নাগরিকত্বের অধিকারি যে সব মেঘ
কখনো যায়নি তোমার বাড়ির পথ
আর পাবেনা তোমার অচিন মন
বর্ষনেই রেখেছে সব অভিশাপ
ফেলে গেছে কিছু প্রতীকি অহঙ্কার,

যেভাবে মাটির পর মাটি
প্রলেপ পর প্রলেপ ....
আজ সেভাবে ক্ষতের পর ক্ষতে
সমাজ তোমায় দেবী বানিয়েছে
সাথে আমিও...

তুমি মানবী হলে কই?

No comments:

Post a Comment