Thursday, April 9, 2015

সেলিম মণ্ডল





এভাবে কলম থামবে? কেউ কি পেরেছে থামাতে? তাহলে আবার এই অপচেষ্টা কেন? দেশ শব্দটা মাঝেমাঝে যখন একটা জাতিকে গ্রাস করে তখন মনে হয় চিংড়ি কেন মাছ নয়? আর মানুষ কেনই বা চিংড়ি নয়। পাখনা নিয়ে কি খুব গভীরে যাওয়া যায়? যদি কেউ এই আদিমতম বিশ্বাস নিয়ে বিশ্ব ইতিহাস বদলাতে চায়, তার জন্যে আমাদের থুতুর সেতু অস্ত্র হোক।

1 comment: