Thursday, April 9, 2015

সনৎ মাইতি

জল

ডুবে ডুবে জল সাঁতরাই না আর।
ডারউইন সাহেব অনেক নির্বাচন গড়িয়ে গেছেন ।
এখন আকাশে ওড়া পালক শরীর....
উড়ে তো এলাম
তবুও মুক্তি দিলে কোথায় ?
কোষে কোষে রক্তের প্রতি ফোঁটায়
আজও
 আজও জল বয়ে বেড়াই তোমায়....

No comments:

Post a Comment