Friday, April 10, 2015

তৈমুর খান


বয়স বাড়েনি


বয়স বেড়েছে এত তবু মনে হয় বয়স বাড়েনি
সেই বটবৃক্ষের ছায়ায় দাঁড়িয়ে আছ
মৌসুমি বাতাস আসছে
মাছরাঙা নামছে অতর্কিতে
এখনও ঘাড়ের রোমগুলি বাতাস নেড়ে দেয়
চুল এলোমেলো
ঝাপসা দৃষ্টিও উচ্ছল সতত
ঢিল ছুঁড়ে দিই
অনুভূতির বেগ তরবারি বানায়
যুগ ও সময় কেটে কেটে
মানবিক সূর্যের প্রতীক্ষা তার

নৌকাটি কোথায় যায় ?
আমিও যেতে চাই নদীর সঙ্গমে
বালিতে পায়ের চিহ্ন

উদ্দাম কৈশোর ছুটে যায়


এ সময় যুদ্ধ চলছে


দুপুর শুয়ে আছে গাছের ছায়ায়
হিংস্ররা ঘ্রাণ পাচ্ছে রক্তের

এসময় যুদ্ধ চলছে
ক্লান্তিহীন

পোষা মৃত্যুরা সাহসী হয়ে উঠছে ক্রমশ
দ্বিধা দ্বন্দ্বের মাঠে আমরাও তরবারি বয়ে আনছি
বিশ্বাসহীনতায় ভ্রষ্ট হয়ে উঠছি বারবার

1 comment: