হিট উইকেট
বিশ্ববাংলার পথ ধরে চলিতেছি এই চল্লিশ মিনিট,
সপ্তাহভর, মাস অন্তে মাস, বছর বছর-
দেখি প্রতি বসন্তে ফুল আসে, বাইপাসে, একদা-
এখন অন্য নামের পথ, তবু ফুল একই রঙের;
একই ভুল করে রোজ লোকে, শুধোয়, ‘হোথায় যাবে’?
একইরকম বিরক্ত কন্ডাক্টররা বলে - ‘সব লেখা আছে’,
খিটখিটে তেমনই এক রিটায়ার করে গেছে দিনকয় হ’ল,
জানি এই সব, যখন লোকাল আমি, তবু আন্তর্জাতিক
সীমানা আমার, জানি, যত বাঁচি, যত পথ হাঁটি-
জানি, আর্জেন্তিনার রাজধানী, ব্রাজিলের দারিদ্র ও যৌনতা,
অস্কারের সিনেমা, আত্মার অস্তিত্ব নিয়ে নতুন গবেষণা;
পুরুষেরা কী ভুল করে প্রণয়ে, বেদনায় নারীর অধিক
কষ্ট পায় কি না-এতকিছু ভাবি আমি কাহিনি-কবিতায়,
যখন ফেরার পথ মেশা অন্ধকারে, দূরে দূরে ওই জ্বলে
স্ট্রিট লাইট, কারা থাকে তার নীচে ভাবি না আমি,
আমার মননে জাদু ও বাস্তবের হিল্লোল, ম্যাজিকনগরীর
বাসিন্দা আমি যেন, হেথা বিশ্ব এসে মিশেছে রক্তকণিকায়,
শহরও কেমন প্রসারিত পূবে ও পশ্চিমে, কত বড়
হচ্ছে পড়শি সীমানা...এলিটে-গলিতে মাখামাখি,
কী চমৎকার মেট্রোপলিটন হাওয়া লাগে জামায়;
বিশ্ববাংলার পথ ধরে চলিতেছি এই চল্লিশ মিনিট,
অনেক জেনেছি আমি নারী ও নাড়িনক্ষত্র এই দুনিয়ার,
যতই না-জানা থাক ডিমাপুর-দিল্লি-কামদুনি-সাত্তোর,
তরুণ নগর আমি, উদ্ধত গোপনে, জানার উর্ধসীমায়-
জেনো ভেঙে যাবো, তবু মচকানো কিন্তু যাবে না আমায়।
শট এনজি(২)
আমাদের কথা প্রতিশ্রুতিরা কেন শুনবে
আমাদের কথা কেন বুঝবে তোলাবাজ
আমাদের কথা ভাববে কেন কমরেড
আমাদের কথা লিখবে কেন লেখকগোষ্ঠি
আমাদের কথা মাথায় রাখবে কেন বাজেট
আমাদের কথা কেন তুলবে অধিবেশন
আমাদের কথা জানবে কেন বিদেশনীতি
আমাদের কথা কেন মানবে ধর্মঘটি
আমাদের কথা কেন মানবে যে ধর্ষক
আমাদের কথা কেন শুনবে স্বয়ং শ্রীকৃষ্ণ
‘আমাদের কথা’ এরকমই বেয়াড়া পেরেক,
বেঁকেচুরে দেওয়ালে গেঁথে থাকা লজ্জা
একবার ওদের বাদ দাও, দেখবে
ক্ষমতার অলিন্দে কী চমৎকার অন্দরসজ্জা।
No comments:
Post a Comment