Thursday, April 9, 2015

রাজেশ চট্টোপাধ্যায়


প্রতিচ্ছবি


অবাক ।
পাতা থেকে টপটপ লবন, জলে ধোয়া
ব্রণ গলে গেলে রক্ত মুখ ।
মেসেজে ইনবক্স – কালো আবছায়া
দৃষ্টিতে চশমা নেই । শব্দহীন প্রেম শুনি
ব্যস্ততার অবুঝ শব্দলিপি ।

টুকরো কিছু ধোঁয়া স্বাদের কোণে গোলাপি।
অজস্র গতিহীন । নিস্পলক ধুঁকছে – শুধুই খোঁজ ।
আয়নাটা আসলে আমি এঁকেছে ।



1 comment:

  1. শঙ্খদীপ করApril 10, 2015 at 9:48 AM

    টুকরো কিছু ধোঁয়া স্বাদের কোণে গোলাপি।- আহা...

    ReplyDelete