স্বাধীনতা
দাঁড়াতে না পারলে মাথা উঁচু হয় না বলে
আমি পা থেকেই শুরু করি
অঙ্ক কষে কষে শক্ত মাটির ওপর থেকে
খুঁজে ফিরি রক্তজবা
এক একটা ফিনকি থেকে
ছুটে আসে রাত
ছুটে আসে ঝর্ণা
অতি দ্রুত মিলিয়ে যায়
সব আলো পাথর দেহাতী বাতাস
ফিরতি পথে আমি তোমায়
পূর্ণ স্বাধীনতা দেব।।
রাতগুলো পাশ কাটিয়ে যায়
রাতগুলো পাশ কাটিয়ে যায়
আমি আমার চর্যাপদ হাতড়ে
খুঁজে ফিরি স্বপ্নের রঙমহল
এদিকে ফিরে তাকিয়ো না
শ্যাওলায় চারপাশ অন্ধকার
রিষা আমায় জল দাও
সারা শরীর বিষিয়ে আছে আমার
ছুঁয়ে দিলেই সেরিব্রাল অ্যাটাক
ভিড় ঠেলে বেরিয়ে আসতে
আরো কয়েক যোজন
ফিরে আসতে আমায়
সারাজীবন পাশ ফিরে থাকতে হবে।।
আরো কয়েক যোজন
ফিরে আসতে আমায়
সারাজীবন পাশ ফিরে থাকতে হবে।।
No comments:
Post a Comment