যতবার যাই চৌকাঠ পেরিয়ে
যতবার যাই চৌকাঠ পেরিয়ে
পথঘাট চৌমাথার মোড়
অকাদেমীর সামনের নিয়ন আলো
আইসিসিআর-এর পরিপাটি ধাতব হলঘর প্রান্তর
ততবার ফিরতে চাই ঘরে।
যতবার রঙ মাখি মুখে
বুকের ভাঁজে পড়ে নিয়ে চরিত্রের রঙিন বাসী সংলাপ
সদনের মখমল আসনে বসে থাকতে থাকতে
মন ছুটে যায় মহাকাশে তোমার অমৃত সদনে।
কথা ছিল নীল ঘুড়ি উড়িয়ে দিয়ে পাখি হয়ে যাব
বলেছিলে তোমার রীতি অন্যরকম বড় দীর্ঘ সাঁতার জানো।
অদ্য বৈকাল চার ঘটিকায় কোথায় তুমি রইলে...
মগ্ন, হারাবেই যদি এজীবনে কেনই বা তুমি এলে?
No comments:
Post a Comment