Thursday, April 9, 2015

শর্মিষ্ঠা ঘোষ

বোতাম কিস্যা

আমার শহরে ব্যাপক বৃষ্টি আজ
তোর বোতাম ঘরের উষ্ণতাটুকু চাই
উইলস বাটের নিভু নিভু আঁচ দেহে
তোর ভাইটাল জোশরোদ্দুর জ্বালা

শহরে বৃষ্টি একান্ত দরকারি
ধুম জ্বোরো ভাপে লাল চোখ ঝামাপোড়া
আমার শরীর ইবলিশ উচ্ছ্বাসে
বোতাম ছেঁড়ার নতুন বাহানা খুঁজছে

সিক্স প্যাক অ্যাবে দুরন্ত লোভী কাম
নারসিসাসের মস্ত এডিশান তুই
থাকছেনা আর কেতা দুরস্ত ভাঁজ
আদরে আদরে বোতাম হারাবো তোর

দ্বিধাগ্রস্ত বসে থাক ভীরু পার
আমার চাওয়ারা কাবু বেপরোয়া ঝড়ে
উদ্ধার কর আদর জনিত অসুখে
তোর বোতাম ছিন্ন উদোম বোতাম ছোঁব

1 comment: