মানুষ-২
অনেকগুলো ঘর নিয়ে তৈরি গাছটা
হঠাৎ হাঁটতে শুরু করলো।
রাস্তার পায়ে পায়ে দরজা।
কোনওটা খোলা
কোনওটা ভীষণভাবে খোলা
অথচ চৌকাঠ পেরোনো যাচ্ছেনা।
চাঁদ নেমে আসছে কোথাও,
বুকের কার্নিশে বসে
লাটাই-এ গুটিয়ে নিচ্ছে রাস্তা।
শিকড় কাঁধে নিয়ে
নিজের থেকে অনেক বড় গাছটা
অনতিক্রম্য এক ক্রমশ হয়ে উঠছে।
No comments:
Post a Comment