বিশ্বযুদ্ধ
সুজয় মণ্ডল
আরো একটু শক্ত
করে আমাকে জড়িয়ে ধরো
দেখো উন্মাদ ঝড়
আছড়ে পড়ে-
অন্ধকারে
প্রাগৈতিহাসিক ঝোড়ো হাওয়া ধবংসের উল্লাসে নাচে।
বন্ধুর বুকটা
লেপে দাও আমার সমতলে।
ব্রহ্মাণ্ডের
চমকিত তারাপুঞ্জ জলকণার মতো উবে যায়
ঝম-ঝম, কড়-কড়
প্রাচীন আয়ুধ।
মহাকাশ ব্যাপী
তূর্য ধ্বনি আর বিস্ফোরণের তেজস্বী আলো
আমরাও ওই আলোক
তরঙ্গে জ্বলে উঠি,
কৃষ্ণচুড়ার
রণঙ্গিনী মূর্তির মতো তোমার মুখ।
বৃস্টির কুটিল
দংশনে-
হে দেবী, এ সময়
মিলিত সমর চাই।
আমার শরীরে আবদ্ধ
হও- প্রাচীন মানবী
আমার পরাগে তোমার
পিচ্ছিল বন্য গহ্বরে,
আলোর যে ম্লান
আভা ছিল- আজ তা জ্বলে উঠুক।
নিভিয়ে দিক
পৃথিবীর শীতল হিংসাগুলো।
নাও, আমি
উন্মুক্ত করে দিয়েছি সৃষ্টির ধারা
তোমার ত্রিকোণ মোহনায়
ওদের ঠাই দাও।
এবার আমার
মৃত্যুর সময় হয়ে এসেছে,
আমাকে জড়িয়ে ধরো-
এবার আমি ঘুমোবো
আমি অনেক
ক্লান্ত, আমি অনেক ক্লান্ত!
No comments:
Post a Comment