Friday, May 11, 2018

এই সংখ্যার শুরুর কথা



আবারো অনেকদিন পর নাড়াচাড়া শুরু হল অলিন্দ’র ব্লগের। একটা কবিতা সংখ্যা এবং পরেরটা রিভিউ সংখ্যা করার পর এবার একটা মিক্সডচাউমিন- চারটি গল্প এবং তিনটি কবিতায়। এবারের সংখ্যায় যেটা বিশেষভাবে বলার বিষয়- এই সাত জন লেখক লেখিকার বেশীরভাগ জনেরই নাম আপনাদের পরিচিত তালিকার বাইরে। অনেকেরই প্রকাশিত লেখার সংখ্যা এখনো দুই অঙ্কের ঘরেও পৌঁছয়নি- তাদেরই কাছে এবারের অলিন্দ লেখার জন্য হাত পেতেছে। সব লেখাই যে খুব দানা বেঁধে উঠেছে এমন দাবী বোকামি। কিন্তু কেইবা বলতে পারে, আগামীতে এদেরই কেউ যে কাঁপিয়ে দেবে না এই বাইশগজ!

আসুন, যাক করা শুরু এবার...

সুপ্রিয় সাহা

No comments:

Post a Comment