Friday, May 11, 2018

কবিতা ১ : প্রত্যয়ী দত্ত



বছর কুড়ি পরে


প্রত্যয়ী দত্ত

 

বছর কুড়ি পরে দুপুরের রোদ শীতঘুম ছেড়ে উঠে আসবে,
ঘেমো শরীরে পুরোনো আলমারি গোছাতে গিয়ে দেখবো-
ঘুণপোকাদের  কবলে চিঠিরা ক্ষয়ে যাচ্ছে আস্তে আস্তে।
প্লাস্টার খসে পড়া দেওয়াল; বাড়ির অভিমানের ক্ষততে হাত বুলিয়ে দিয়ে,
দেওয়ালে বুকে কান পেতে শুনবো ভেসে চলে যাচ্ছে আমার মেয়েবেলা।
মজে যাওয়া পুকুরের ওপর ফুল ঝরে পড়বে টুপটাপ,
কেউ দেখবে না ; একা আমি যক্ষপুরী সাজিয়ে তুলতে তুলতে দেখবো ঝড় আসছে,
আর আসছে বাঁশিওয়ালা;
ফুরিয়ে যাওয়া চিঠির অংশ সুরে সুরে জুড়ে দিতে।

No comments:

Post a Comment