স্মৃতি ভাষা
প্রজ্ঞা পারমিতা রায়
আপনার বুকে হেনেছো যে বান ভীরু চোখে তাই সঞ্চিতা
বাধা মানে নাই যত বার শুনি ভুলে যাওয়া গীতি হৃদয়ে
ফেলে আসা কথা শুধু আকুলতা মিছেমিছে শুধু খুঁজে পাই
শব্দশৃঙখল ঝংকারা হৃদয় গভীরে ফেলে মায়া
স্মৃতি দিয়ে তাই গড়িনু যে তনু জর্জর ভীষণা।
No comments:
Post a Comment