অলিন্দ’র শুরুর
দিনগুলো থেকে আজ পর্যন্ত যে সব মানুষ নিঃস্বার্থ ভাবে পত্রিকার পাশে থেকেছেন,
উৎসাহ যুগিয়েছেন তাদের মধ্যে হরিদাস কর্মকার অন্যতম। তার অকালে চলে যাওয়া পত্রিকার
এক অপূরণীয় ক্ষতি। হরিদাস কর্মকার-এর অনান্য পরিচয় বাদ দিয়েও তিনি সমস্ত
দেবগ্রামবাসীর কাছে এক চিরস্মরণীয় তার শিল্পীসত্ত্বার জন্য। মূলত তার পরিচয়, তিনি
নাটকের লোক । তিনি নিজে একধারে নাটক লিখেছেন, নির্দেশনা করেছেন এবং অভিনয়ও করেছেন।
একক প্রচেষ্টায় নানান অনুষ্ঠানও করেছেন।
তার লেখালেখির সময়কাল কুড়ি বছরেরও অনেক বেশি। দেবগ্রাম ও তার আশেপাশের
অঞ্চল থেকে প্রকাশিত পত্র-পত্রিকায় লেখালেখি করেছেন নিয়মিত। অলিন্দ পত্রিকার
জন্মলগ্ন থেকেই তিনি আমাদের নিজেদের লেখক। প্রথম সংখ্যায় তার একটি নাটক প্রকাশিত
হয়েছিল। পরবর্তী সংখ্যা থেকে তাকে দিয়ে অলিন্দ একের পর এক গল্প লিখিয়ে নিয়েছে। তার
লেখা পড়লেই বোঝা যাবে তিনি কতটা সমাজ সচেতন ছিলেন। এতদিন ধরে লেখালেখি চালিয়ে
গেলেও কোন বই তিনি করেননি বা করে উঠতে পারেন নি। প্রকাশিত লেখাগুলি ছড়িয়ে ছিটিয়ে
আছে। অনেকেই তার নাম জানলেও বা তাকে চিনলেও হয়তো তার লেখা সেভাবে পড়েন নি। আমরা
অলিন্দ তে প্রকাশিত লেখাগুলির মধ্যে তার কয়েকটি লেখা এখানে স্ক্যান করে তুলে
দিলাম।
-------------------------------------------------------
অণুগল্প-
|
অণুগল্প :- ধর্ষিতা ; প্রকাশ: অলিন্দ জানুয়ারি ২০১৪ দশম বর্ষ দ্বাদশ সংখ্যা
|
ছোটগল্প- চোর ; প্রকাশ : অলিন্দ, জানুয়ারি ২০১৬, দ্বাদশ বর্ষ , চতুর্দশ সংখ্যা
|
চোর: 1 |
|
চোর: 2 |
|
চোর: 3 |
|
চোর: 4 |
|
চোর: 5 |
|
চোর: 6 |
ছোটগল্প- ডাইনি ; প্রকাশ : অলিন্দ , জানুয়ায়ী ২০১৩, নবম বর্ষ , একাদশ সংখ্যা
|
ডাইনি: 1 |
|
ডাইনি: 2 |
|
ডাইনি: 3 |
|
ডাইনি: 4 |
|
ডাইনি: 5 |
|
ডাইনি: 6 |
ছোটগল্প- লড়াই শুরু ; প্রকাশ : অলিন্দ, জানুয়ায়ী ২০০৬, দ্বিতীয় বর্ষ , দ্বিতীয় সংখ্যা
|
লড়াই শুরু: 1 |
|
লড়াই শুরু: 2 |
|
লড়াই শুরু: 3 |
|
লড়াই শুরু: 4 |
No comments:
Post a Comment